আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
১৫ বছরে দেশে ৭০০ গুম
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে।
গত দেড় দশকেরও বেশি সময় ধরে গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাপক সমালোচনায় পড়ে। এর প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২৯ আগস্ট) গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন। বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক নয়টি সনদের আটটিতে সই করেছে।
বিগত সরকার গুমবিরোধী সনদে স্বাক্ষর করেনি। অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায়। আর এ লক্ষ্যে সরকার গুমবিরোধী সনদে যুক্ত হতে যাচ্ছে।
বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশে ৭০০ এর বেশি মানুষ গুম হয়েছে। এরমধ্যে ১৫০ জনের খোঁজ এখনো মেলেনি।
২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে ৩০ আগস্টকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
দিবসটি উপলক্ষ্যে মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। মায়ের ডাক শুক্রবার (৩০ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করে।