১০ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
ডিবি পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার নলদী বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-মনির সরদার, আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার (২৬ জুলাই) রাতে লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে নিয়ে যাচ্ছিলো। এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দার শাখার (ডিবি) পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এসময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে গাড়িতে থাকা ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, ১০ কেজি গাঁজাসহ তিনজন কে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার (২৭জুলাই) সকালে তাদের আদালতে পাঠানো হয়।