হেলে পড়লো ৪তলা ভবন, দেখা দিয়েছে ফাটল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে একটি ৪তলা ভবন অপর একটি ৬তলা ভবনের ওপরে হেলে পড়েছে। এ ঘটনায় ৪তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। শনিবার (১১ মে) বিকেলে ধানসিঁড়ি মহল্লায় হেলে পড়ার দৃশ্য দৃষ্টিগোচর হয়।
জানা গেছে, হেলে পড়া ভবনের মালিকের নাম জিয়াউর রহমান সিকদার ও পাশের ৬তলা ভবন মালিকের নাম শামসুল হক। এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তারা ধামরাইয়ের ধানসিঁড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার (১১ মে) বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের ৪তলা ভবনটি পাশের ভবনের উপর হেলে পড়তে দেখে স্থানীয়রা। পরে বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভস ঘটনাস্থলে এসে ৪তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।
এ ব্যাপারে ৬তলা ভবনের মালিক শামসুল হক বলেন, শনিবার (১১ মে) বিকেল হঠাৎ শুনতে পাই আমার বিল্ডিংয়ের ওপর পাশের বিল্ডিং হেলে পড়েছে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, হেলে পড়া ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেই সাথে বসবাসরত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।
ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, একটি ভবন হেলে পড়ার খবর পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।