স্বামীর পরকিয়ায় আসক্ত: দুই মেয়েসহ গৃহবধূর আত্মহত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
স্বামী পরকিয়ায় আসক্ত এই সন্দেহে ক্ষুব্ধ হয়ে দুই মেয়েসহ ফাতেমা আক্তার সীমা (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে ঘটে।
নিহত দুই শিশু কন্যা হলো আরিফ(৪ বছর) ও আরিয়া (২ বছর)। আত্মহত্যাকারী ফাতেমা আক্তার সীমা পুটিয়া গ্রামের সদ্য প্রবাস ফেরত আরিফ হোসেন রাঢ়ীর স্ত্রী। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, হাইমচর উপজেলার চরকৃষ্ণপুর গ্রামের মোস্তফা কোতোয়ালের মেয়ে ফাতেমা আক্তার সীমার ফরিদগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের পুটিয়া গ্রামের সিরাজুল ইসলাম রাঢ়ীর ছেলে আরিফ হোসেন রাঢ়ীর সাথে বিয়ে হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান জানান, মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বিছানায় মা ও দুই মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেছি। কেন এ ঘটেছে তা তদন্ত সাপেক্ষে বের হবে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি এবং পোস্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়েছে ।