স্থগিত এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর শুরু, রুটিন প্রকাশ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে
স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। আর ১৫ থেকে ২৩ অক্টোবর চলবে ব্যবহারিক পরীক্ষা।
গত ১২ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে জানোনা হয় এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ জুন সারাদেশে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।