সংবাদ শিরোনাম ::
সোমবার হরতাল!
রংপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
রংপুরের পীরগাছায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি। সোমবার (৯ সেপ্টেম্বর) এই হরতালের ডাক দিয়েছে ব্যবসায়িক সমিতি।
উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বাত্মক হরতালের ডাক দেয়া হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে হাজারো নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করে।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মামলায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গাকে ছাড়াও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, উপজেলা বিএনপিকে ছোট করার জন্য আমার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।