‘সুস্থ সুন্দর আনন্দময় জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, শারীরিক মানুষিক বিকাশের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। ক্রীড়াঙ্গনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। শরীর ও মনে সুস্থ মানুষ হতে হবে। তার সমস্ত সম্ভাবনাকে বিকশিত করতে হবে। সে জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
জামালপুরের ইসলামপুরে শনিবার (১২ এপ্রিল) বিকালে পচাবহলা জয়তুনন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোখলেছুর রহমান ও মরহুম আব্দুল আলীম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা,ঈদ পূর্নমুলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পচাবহলা ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজনে খেলায় মাহামুদপুর একাদশ, তেঘুরিয়া একাদশকে ২ গোলে পরাজিত করে। প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল খান দুলাল চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে ট্রফি তুলে দেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহ-সভাপতি শাহাদত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ,খলিলুর রহমান,অফিসার ইনচার্জ সুমন তালুকদার,বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।