সংবাদ শিরোনাম ::
সুপার এইটে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করলো টাইগাররা।
গ্রুপ পর্বের ৪ ম্যাচের তিনটা জিতে নিশ্চিত করেছে সেরা আট। সুপার এইটে গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেপালি বোলারদের আক্রমণে বাংলাদেশ অলআউট হয় ১০৬ রানে। এর জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ৮৫ রানেই অলআউট হয়ে যায় নেপাল। মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন বাংলাদেশের বোলার তানজিম। মোস্তাফিজ এক উইকেট কম পেলেও রান দেন মাত্র ৭।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে সুপার এইটে উঠেছিলো বাংলাদেশ দল। এরপর আর কোনো আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি।