সংবাদ শিরোনাম ::
সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ জনের মৃত্যু
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে শিশুসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৩ এপ্রিল) জিবুতির উপকূলে নৌকা ডুবে আট বছর বয়সী এক বালকসহ ৩৩ জন মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেও লোহিত সাগরে নৌকা দুর্ঘটনায় ৩৮ মারা গেছেন। এছাড়া গত এক দশকে লোহিত সাগরের একই এলাকায় প্রায় এক হাজার লোককে মৃত বা নিখোঁজ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।