‘সড়কে চাপ আছে, যানজট নেই’
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সড়কের জন্য কোন যানজট হচ্ছে না। শুক্রবার (১৪ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, গত কয়েকবছর ধরেই মানুষ ঈদযাত্রায় স্বস্তি পাচ্ছে। এবার আরও মনোযোগী হচ্ছি দুর্ঘটনা কমাতে। সড়কে চাপ আছে, কিন্তু যানজট নেই। সড়কের জন্য কোন যানজট হচ্ছে না। সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন। পশুর হাট, গাড়ি রাস্তায় চাপ সৃষ্টি করে।
ওবায়দুল কাদের বলেন, বলেন, আওয়ামী লীগ মূল্যস্ফীতির ব্যাপারে উদ্বিগ্ন। আমাদের বাজেট সেশন চলছে। এ বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও বাজেট নিয়ে সমালোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।