‘শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে’
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরেছেন, খুনি পলাতক শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসে নতুন করে বাংলাদেশে বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ যড়যন্ত্র বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ঐক্যের মধ্যদিয়ে দলকে সু-সংহিত করতে হবে। আর নিজেদের মাঝে বিভেদ ভুলে ঐক্যে গড়ে তুলে ছাত্র-জনতাকে সম্পৃত করে আমাদের বিজয়কে কাজে লাগাতে হবে। তাই এই সরকারকে সহযোগতা করে আমাদের লক্ষ্যে পৌছাতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিএনপির হাজার-হাজার নেকর্মী দের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।আমাদের দলের প্রানপ্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নিবাসিত করা হয়েছে। সারাদেশের মানুষের উপর নির্য়াতন-অত্যাচার-নিপিড়ন অবসান ঘটলেও পুরো অকসান ঘটেনি।
বুধবকার (১৪ আগষ্ট) দুপুরে নীলফামারী’র সৈয়পুর জেলা বিএনপি’র কার্যালয় পরিদর্শন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা শুনেছেন শেখ হাসিনার বিরদ্ধে মামলা হয়েছে। গতকাল (মঙ্গলবার) দুজনকে গ্রেফতার করা হয়েছে। খুনের সাথে যারা জড়িত সবাইকে গ্রেফতার করা হবে আমি বিশ্বাস করি।কোটা সংস্কার আন্দোলনে অনেকে নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।