সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিশু হাসপাতালরে আইসিইউতে লাগা আগুন লাগার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে শিশু হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, হাসপাতালে আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে কার্ডিয়াক আইসিইউ বিভাগের প্রধান ডা. রেজওয়ানা রিমাকে। কমিটিতে আরও আছেন মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়ার্ড মাস্টার, একজন নার্স ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি রয়েছেন। কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবে।