সংবাদ শিরোনাম ::
শিশু-কিশোরদের কাছে সিগারেট বিক্রির অপরাধে অর্থদণ্ড
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবিতে শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুরে পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
এ সময় তিনি বলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর দিকনির্দেশনায়, ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে। কোন অবস্থাতেই শিশু-কিশোরদের কাছে বিড়ি-সিগারেট মাদকদ্রব্য বিক্রি করা যাবে না। যদি কেউ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।