শিক্ষার্থীদের সড়ক অবরোধ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলনরত শিক্ষার্থীদের উচ্চ আদালতের নির্দেশ মেনে সড়ক অবরোধ না করার আহ্বান জানিয়েছেন ।
বুধবার (১০ জুলাই) সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বলেন, শিক্ষার্থীদের উস্কানি দিয়ে কেউ যেনো উত্তেজিত করতে না পারে, সেজন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের শত্রু নয়।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থায়ী নেয়া হবে।