সংবাদ শিরোনাম ::
লোহাগড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত
এস এম শরিফুল ইসলাম, নড়াইল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া পৌরসভার সদরের লক্ষীপাশায় ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম-ফয়সাল মুন্সী (১৪)। সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সোমবার রাতে পৌরসভার লক্ষীপাশা গ্রামের সাংবাদিক রুপক মুর্খাজীর বাড়ীর সামনে থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে কে বা কারা ফয়সাল মুন্সীকে হত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।