সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বিচারবিভাগ নিয়ে কথা বলতে পারবেন না ইমরান
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বিচারবিভাগের বিরুদ্ধে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে কথা বলতে নিষেধ করেছেন ইসলামাবাদের একটি আদালত। বিচারক রানা নাসির জাভেদ এই আদেশ প্রদান করেন। খবর ডন।
একই সাথে ইমরান খানের রাজনৈতিক বা উত্তেজনা তৈরি করে এমন মন্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আদালতের আদেশে বলা হয়,বিচারবিভাগ সেনাবাহিনীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন ইমরান খান। যা বিচার বিভাগের মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেনি বরং ন্যায়বিচার প্রদানের মতো বিচারিক কার্যক্রমকেও বাধাগ্রস্ত করছে।
আদালতের মর্যাদা ব্যাহত করতে পারে এমন বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে আইনজীবীরা ইমরান খান ও তার স্ত্রীকেঅনুরোধ জানান আদালত।