যশোরে মাঝরাতে বসতবাড়িতে হামলা, গুলিবিদ্ধ নারী
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
যশোর মাঝরাতে বসতবাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় নাসরিন আক্তার (৫০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে উপশহর বি-ব্লক এলাকার ১১৫ নং বাসাবাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নাসরিন আক্তার এবং তার স্বজনরা জানান, বুধবার রাত ৩টার দিকে নাসিরন আক্তারের বসতবাড়ির সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে আসে। এরপর নাসরিন আক্তারের দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে বসতবাড়ির থাই গ্লাসের বাইরে থেকে গুলি করে দুর্বত্তরা। এ সময় বসতবাড়ির জানালার থাই গ্লাস ভেদ করে নাসরিন আক্তারের পেটের ডান পাশে গুলিবিদ্ধ হয়। এসময় আহতের স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
সূত্র মতে, গুলিবিদ্ধ নাসরিন আক্তারের দুই ছেলে মোঃ রুবেল(৩৫) উপশহর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ রুপম(৩২) একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.আব্দুর রাজ্জাক বলেন, গুলিবিদ্ধের ঘটনা আমি শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।