সংবাদ শিরোনাম ::
মেট্রোরেল চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল চলাচলের সময় কমিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই)মেট্রোরেলের সর্বশেষ ট্রেন বিকাল সাড়ে পাঁচটায় মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে মেট্রোরেল চলে স্বাভাবিক সূচিতে। কিন্তু মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সংঘর্ষ হওয়ার পর বেলা ২টা থেকে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াত করে। আর মিরপুর ১১ থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাতায়াত করে। আগারগাঁও থেকে মিরপুর–১০ পর্যন্ত অর্থাৎ কাজীপাড়া, শেওড়াপাড় ও মিরপুর ১০ নম্বর স্টেশন বন্ধ ছিলো।