মহানন্দায় গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম বালুটুঙ্গি এলাকায় মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- বালুটঙ্গি গ্রামের আলমঙ্গীরের মেয়ে, সুমাইয়া (৮) ও রাসেল আলীর ছেলে শাকিল (৯) দুই জনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় দুই জন। পরে খোঁজাখুঁজি করে না পেলে তাদের মা-বাবাকে জানায়। পরিবারের সদস্যরা ঘটনাটি জানার পরে নদীতে ছুটে যান। বেলা ১২ টার দিকে স্থানীয় মাঝি ও জেলেরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, স্কুল থেকে ফিরে নদীতে গোসলে যায় সুমাইয়া ও শাকিল। এসময় তারা স্রোতে তলিয়ে যায়।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।