মদ তৈরির কাঁচামালসহ দুই মাদক কারবারি আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন বস্তা চোলাই মদ তৈরির ট্যাবলেট ও একটি সিএনজিসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) সকালে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফুলবাড়ী- বিরামপুর আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার বারোকোনা মোড়ের নিরিবিলি মুন্সি হোটেলের পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-ষষ্ঠী পাহান (৩৪),শান্ত (২৮)।
জানা যায়, দুই মাদককারবারী যোগসাজোস করে নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরীর কাঁচামাল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে একটি সবুজ রংঙের সিএনজি যোগে বিরামপুর থেকে ফুলবাড়ী আসার পথে বারোকোনা নামক মোড় থেকে তিন বস্তা চোলাই মদ তৈরির ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ।উদ্ধারকৃত তিন বস্তা চোলাইমদ তৈরির ১০৮ কেজি ট্যাবলেটের মূল্য এক লাখ ১৫ হাজার টাকা। এসময় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তিন বস্তা মাদকদ্রব্যসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়।