সংবাদ শিরোনাম ::
বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে ঘরের বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম-মফিদুল ইসলাম (৩৫)। কালাই থানার অফিসার ইনর্চাজ (ওসি)ওয়াসিম আল বারী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শুকবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মফিদুল ইসলাম উদয়পুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
জানা গেছে, মফিদুল ইসলাম নিজেই তার নিজ ঘরের বৈদ্যুৎতিক পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।