বেইলি রোডে আগুন/ বার্ন ইউনিট থেকে বাড়ি ফিরলেন আরও দু’জন
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় আহত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে বাসায় ফিরেছেন আরও দুইজন। এ নিয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন ১১ জন। এখনো ভর্তি রয়েছেন তিনজন।
হাসপাতালে ভর্তি রোগীদের সবশেষ শারীরিক অবস্থা জানাতে রোববার (৩ মার্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভর্তি থাকা তিনজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারাও সুস্থতার দিকে। পুরোপুরি সুস্থ হলে তাদের ছাড়পত্র দেয়া হবে। তবে এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
অন্যদিকে, বেইলি রোডের ‘গ্রিন কেজি কটেজে’ আগুনের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুজন। গত ২৯ ফেব্রুয়ারি ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। বাকি দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। শনিবার (২ মার্চ) তাদের ডিএনএ নমুনা নেয়া হয়েছে।