সংবাদ শিরোনাম ::
বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২ মে) থেকে দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। ঢাকা এবং আশপাশের এলাকায় দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার (১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সামান্য বৃষ্টিপাত হলেও তাপমাত্রা স্বস্তিদায়ক হবে না। আগামী ২, ৩ ও ৪ তারিখ চুয়াডাঙ্গা, রাজশাহী,যশোর ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। তবে ৫ তারিখ সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। তখন থেকে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে।
সারা দেশে এপ্রিল জুড়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত ছিলো। মঙ্গলবার (৩০ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।