বিষপানে আত্মহত্যা, প্রতিপক্ষকে ফাঁসানোর পায়তারা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে রিদয় পাঠান (২৩) নামে এক যুবক বিষ পানে আত্নহত্যা করেছে বলে জানাে গেছে। এদিকে, একটি মহল আত্মহত্যাকে অন্যদিকে পরিচালিত করার চেষ্টা করছে।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে ফাঁসানোর পয়তারা চালাচ্ছে রিদয় পাঠানের পরিবার। শনিবার (৪ মে) রাত ৯টার দিকে কিবরিয়া স্কয়ার সংলগ্ন পাবলিক টয়লেট এলাকার মধু মিয়ার দোকানের কাছে বিষ খেয়ে আত্নহত্যা করে রিদয়। পরে তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে (ওয়াশ করে) উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণ বাড়িয়া সদরে প্রেরণ করে। সেখানে নেয়ার পথেই রিদয় মারা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার আগে চায়ের দোকানের সামনে বাপ ছেলে বাকবিতন্ডা হয়। এরপর রিদয় উত্তেজিত হয়ে বিষপান করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ বিষয়ে বলেন, রিয়াদকে প্রাথমিক চিকিৎসা (ওয়াশ) শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করি।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান বলেন, রিদয় পাঠান বিষপানে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর মরদেহ দাফন করা হয়েছে।