ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান ভয়াবহ বন্যায় দেশের ১১টি জেলায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮। এ পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছে দুইজন।

রোববার (২৫ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিন বেলা ৩টায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় ৪ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন, ফেনীতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও লক্ষ্মীপুরে একজন। এছাড়া মৌলভীবাজারে নিখোঁজ দুজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যা কবলিত জেলাগুলোয় তিন হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে চার লাখ ১৫ হাজারের বেশি মানুষ। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বন্যায় আক্রান্ত জেলাগুলোয় জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চিকিৎসা দল এবং অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসাথে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। ফেনীতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

সেনাবাহিনী ও সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সেবা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। যোগাযোগের জন্য ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ভি-স্যাট চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২ লাখ ৯ হাজার ৭৯৮ মানুষ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

চলমান ভয়াবহ বন্যায় দেশের ১১টি জেলায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮। এ পর্যন্ত বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছে দুইজন।

রোববার (২৫ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিন বেলা ৩টায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লায় ৪ জন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন, ফেনীতে একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও লক্ষ্মীপুরে একজন। এছাড়া মৌলভীবাজারে নিখোঁজ দুজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যা কবলিত জেলাগুলোয় তিন হাজার ৬৫৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে চার লাখ ১৫ হাজারের বেশি মানুষ। উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বন্যায় আক্রান্ত জেলাগুলোয় জেলা প্রশাসককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চিকিৎসা দল এবং অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসাথে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। ফেনীতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

সেনাবাহিনী ও সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সেবা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। যোগাযোগের জন্য ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ভি-স্যাট চালু করা হয়েছে।