বড়লেখায় উপজেলা নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে পুলিশের ব্রিফিং
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা থানায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বড়লেখা থানার আয়োজনে থানার হলরুমে আয়োজিতব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
প্রধান অতিথি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ফরিদ উদ্দিন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব নবগোপাল দাসসহ বড়লেখা থানার অফিসার-ফোর্স এবং বড়লেখা উপজেলায় কর্মরত গ্রাম পুলিশবৃন্দ।