ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিটিয়ে পুলিশ হত্যা: মামলায় আসামি ১২০০

খুলনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য সুমন ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ তত্য নিশ্চিত করেন লবণচরা থানার ওসি মমতাজুল হক।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত পরিচয় এক হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার নেই।

ওসি মমতাজুল বলেন, এছাড়া শুক্রবার বিকেলে আন্দোলন চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন ঘরামী। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। সুমনের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামে।

পুলিশ কমিশনার মোজাম্মেল বলেন, সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা কনস্টেবল সুমনকে বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিটিয়ে পুলিশ হত্যা: মামলায় আসামি ১২০০

সংবাদ প্রকাশের সময় : ০৮:২২:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

খুলনায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্য সুমন ঘরামীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাতে লবণচরা থানার এস আই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ তত্য নিশ্চিত করেন লবণচরা থানার ওসি মমতাজুল হক।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত পরিচয় এক হাজার থেকে ১২শ’ জনকে আসামি করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার নেই।

ওসি মমতাজুল বলেন, এছাড়া শুক্রবার বিকেলে আন্দোলন চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে নিহত হন সুমন ঘরামী। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। সুমনের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামে।

পুলিশ কমিশনার মোজাম্মেল বলেন, সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা কনস্টেবল সুমনকে বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।