পিএসসির প্রশ্নফাঁস : দুই উপপরিচালক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় দুই উপপরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গাড়িচালক আবেদ আলীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৮ জুলাই) সিআইডির সদর দপ্তর সূত্রে এতথ্য জানা গেছে।
রোববার (৭ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত পিএসসির কর্মকর্তা-কর্মচারীরা হলো- উপপরিচালক মো. আবু জাফর, চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনউপ-পরিচালক জাহাঙ্গির আলম, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, সহকারী পরিচালক এস এম আলমগীর কবির ও অফিস সহায়ক খলিলুর রহমান। বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা শুরু হলেই প্রশ্নফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠতো সংঘবদ্ধ চক্রটি।
উল্লেখ্য, মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার। তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে। প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় তথ্য সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেন নেটিজেনরা। ছেলে ছাত্রলীগ নেতা। পড়েছেন বিদেশে। এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ঢাকার ভেতর তার রয়েছে দু’টি বহুতল ভবন। মাদারীপুরেও রয়েছে আলিশান ভবন।