‘নো হেলমেট, নো ফুয়েল’
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নো হেলমেট, নো ফুয়েল।’ দেশের বাইক চালকদের আবারও সতর্ক করে দেওয়া হয়েছে। হেলমেট না থাকলে মিলবে না জ্বালানি।
বুধবার (১৫ মে) সকালে বনানীতে বিআরটিএর সদর দপ্তরে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
কাদের বলেন, ইদানিং আরেক উপদ্রব মোটরসাইকেল। ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া দেখা যায় না, সবাই হেলমেট পরে এবং দুইজন (আরোহী থাকেন)।
তিনি আরও বলেন, যদি হেলমেট না থাকে, ডিসি-এসপিদের বলেন ওইসব এলাকায় কাউকে তেল দেয়া হবে না। খালি ঢাকা শহরে করলে তো হবে না, পুরো বাংলাদেশে করতে হবে নো হেলমেট, নো ফুয়েল। এই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম।
সড়ক পরবিহনমন্ত্রী মনে করেন, ইজিবাইক ও মোটরসাইকেলের কারণেই দেশে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। সড়ক পরিহন আইনে হেলমেট ছাড়া বাইক চালালে ১০ হাজার টাকােএবং ড্রাইভিং লাইসেন্স না থাকলে ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
দেশে ২০২৩ সালে ৬ হাজার ৯১১টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৫২৪ জনের। এসব ঘটনায় আহত হয়েছে ১১ হাজার ৪০৭ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এসব তথ্য প্রকাশ করেছে।
সরকারি সংস্থা বিআরটিএর হিসাবে, গত রোজার ঈদে ১৭দিনে সড়ক দুর্ঘটনায় মারা গেছের ৩২০ জন। আহত হয়েছেন ৪৬২ জন।