ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাজী টায়ার কারখানায় আগুন

নিখোঁজদের দাবিতে স্বজনদের মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি


নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় ৬তলা ভবনে আগুনে নিখোঁজদের স্বজনদের নিয়ে গণশুনানি করেছেন উপজেলা প্রশাসন। রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অগ্নিকান্ডের ঘটনায় গঠিত ৮ সদস্য কমিটি এ গণশুনানি করেন।

তিন দফায় নিখোজদের নাম লিপিবদ্ধ করতে গিয়ে এবং নিখোঁজদের সন্ধানের দাবিতে স্বজনরা ক্ষিপ্ত হয়ে দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটে সৃষ্টি হয়।

নিখোঁজদের স্বজনরা জানান, গত ২৫ আগষ্ট (রোববার) রাতে গাজী টায়ারস কারখানার ৬ তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ভবনের ভেতরে বিভিন্ন এলাকার প্রায় দুইশতাধিক লোকজন ঢুকে আটকা পড়ে যান। এরপর তাদের আর খোঁজ খবর পাওয়া যায়নি। ঘটনার প্রায় ২২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কার্যক্রমে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও প্রশাসন।

প্রথমে ফায়ার সার্ভিস এর কাছে ১৭৬ জন নিখোঁজদের নাম পরিচয় লিপিবদ্ধ করে স্বজনরা। পরে ফায়ার সার্ভিস নিখোঁজের নাম পরিচয় লিপিবদ্ধ তালিকাটি অস্বীকার করেন। পরে দ্বিতীয় দফায় পুলিশ বাহিনীর সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা ১২৮ জন নিখোঁজের নাম পরিচয় লিপিবদ্ধ করেন। তৃতীয় দফায় অগ্নিকান্ডের ঘটনায় গঠিত ৮ সদস্য তদন্ত কমিটি রোববার সকালে গণ শুনানির আয়োজন করেন।

গণ শুনানিতে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহবায়ক নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলসহ আরো অনেকে।

ওই শুনানিতেও নিখোঁজদের নাম পরিচয় লিপিবদ্ধ শুরু করেন। প্রায় ৮০ জনের নাম পরিচয় লিপিবদ্ধ করার এক পর্যায়ে নিখোঁজদের স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন রূপসি এলাকায় অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে দ্বিতীয় বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

২৫ আগস্ট (রোববার) রাত সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির ভেতরে থাকা ৬তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে। আগুন লাগার প্রায় ২২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজদের স্বজনদের নিয়ে গণ শুনানি করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজী টায়ার কারখানায় আগুন

নিখোঁজদের দাবিতে স্বজনদের মহাসড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪


নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় ৬তলা ভবনে আগুনে নিখোঁজদের স্বজনদের নিয়ে গণশুনানি করেছেন উপজেলা প্রশাসন। রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অগ্নিকান্ডের ঘটনায় গঠিত ৮ সদস্য কমিটি এ গণশুনানি করেন।

তিন দফায় নিখোজদের নাম লিপিবদ্ধ করতে গিয়ে এবং নিখোঁজদের সন্ধানের দাবিতে স্বজনরা ক্ষিপ্ত হয়ে দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটে সৃষ্টি হয়।

নিখোঁজদের স্বজনরা জানান, গত ২৫ আগষ্ট (রোববার) রাতে গাজী টায়ারস কারখানার ৬ তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ভবনের ভেতরে বিভিন্ন এলাকার প্রায় দুইশতাধিক লোকজন ঢুকে আটকা পড়ে যান। এরপর তাদের আর খোঁজ খবর পাওয়া যায়নি। ঘটনার প্রায় ২২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কার্যক্রমে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও প্রশাসন।

প্রথমে ফায়ার সার্ভিস এর কাছে ১৭৬ জন নিখোঁজদের নাম পরিচয় লিপিবদ্ধ করে স্বজনরা। পরে ফায়ার সার্ভিস নিখোঁজের নাম পরিচয় লিপিবদ্ধ তালিকাটি অস্বীকার করেন। পরে দ্বিতীয় দফায় পুলিশ বাহিনীর সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা ১২৮ জন নিখোঁজের নাম পরিচয় লিপিবদ্ধ করেন। তৃতীয় দফায় অগ্নিকান্ডের ঘটনায় গঠিত ৮ সদস্য তদন্ত কমিটি রোববার সকালে গণ শুনানির আয়োজন করেন।

গণ শুনানিতে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির আহবায়ক নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলসহ আরো অনেকে।

ওই শুনানিতেও নিখোঁজদের নাম পরিচয় লিপিবদ্ধ শুরু করেন। প্রায় ৮০ জনের নাম পরিচয় লিপিবদ্ধ করার এক পর্যায়ে নিখোঁজদের স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় অবস্থিত সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন রূপসি এলাকায় অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে দ্বিতীয় বারের মতো আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

২৫ আগস্ট (রোববার) রাত সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরির ভেতরে থাকা ৬তলা বিশিষ্ট একটি ভবনে আগুন লাগে। আগুন লাগার প্রায় ২২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজদের স্বজনদের নিয়ে গণ শুনানি করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি দেখছেন।