সংবাদ শিরোনাম ::
নতুন শিক্ষাক্রম নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। আমাদের বর্তমান বিভিন্ন পর্যায়ে যে শিক্ষক রয়েছে, তা দিয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করা হবে।
রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষাক্রম দেশের জন্য সবক্ষেত্রে উপযোগী, তা মনে করছি না। এটা তো বাস্তবায়ন হচ্ছেও না। বিশেষ করে মূল্যায়ন পদ্ধতি।
তিনি বলেন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও, এমনভাবে ফিরে যাব না যে-এটার সাথে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে শিক্ষার্থীরা যা পড়ে ফেলেছে, তার সাথে মিল রাখতে হবে। এজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে।