নগরকান্দায় ৬ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ছয় এইচএসসি পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পরীক্ষা চলাকালীন সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও সহকারী কমিশনার(ভূমি) মাসুম বিল্লাহ কেন্দ্রে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত ৬ পরিক্ষার্থীকে বহিষ্কার করেন।
বহিস্কৃতরা হলো- ভাঙ্গা উপজেলার মাধবপুর টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ওবায়দুল মাতবর, নাহিদ হোসেন , তরিকুল ইসলাম, মুশফিকুর, সিমা আক্তার ও সরকারী নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ।
এ বিষয়ে কেন্দ্র সচিব অধ্যাপক ফারুক হোসেন বলেন, নকলের দায়ে একজনকে ও পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন আনার অপরাধে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরিক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয় ও অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।