ধান ক্ষেতে ব্যবসায়ীর মরদেহ, পুলিশের ধারনা হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
নীলফামারীর একটি ধান ক্ষেত থেকে একজন মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার শ্বশানঘট নামকস্থানের একটি ধান ক্ষেত থেকে মৃত:আবুল হোসেনের ছেলে বুলু মিয়ার মরাদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারনা দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মসুম রেজা বাংলা টাইমসকে জানান, শনিবার (২৭ জুলাই) রাতে বাড়ী থেকে
বেরিয়ে যান। এরপর আর তিনি বাড়ীতে ফিরে আসেনি। রোববার (২৮ জুলাই) বিকালে শ্বাসানঘাটের একটি আমন ধান ক্ষেতে কৃষিশ্রমিক কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নীলফামারী সদর থানার ইনচার্জ তানভিরুল ইসলাম বাংলা টাইমসকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।
এ ব্যাপারে নিহতের মা ময়না বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।