ধর্ষণ মামলায় জামিন পেলেন মামুনুল হক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
ধর্ষণ মামলায় জামিন পেলেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (৪ এপ্রিল) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নসহ অন্যান্য আইনজীবীরা মামুনুল হকের জামিনের পক্ষে শুনানি করলে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন শুনানির সময় মাওলানা মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন না।
আদালতের পিপি রকিব উদ্দিন আহমেদ বলেন, প্রায় তিন বছর কারাগারে আটক থাকার পর বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন কোর্টের বিচার আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিল মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৮ এপ্রিল মাওলানা মামুনুল হক সোনারগাঁও রয়েল রির্সোটে জান্নাত আরা ঝর্ণা নামের এক নারীর সাথে আটক হন। এ ঘটনায় হেফাজতের লোকজন ক্ষুব্ধ হয়ে রয়েল রিসোর্ট ভাঙচুর চালিয়ে মামুনুল হককে য়ে নিয়ে যায়। পরে এ ঘটনায় জান্নাত আরা ঝর্ণা ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ঢাকা গোয়েন্দা পুলিশ মোহাম্মদপুরের মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে।