সংবাদ শিরোনাম ::
দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে। জনগণের ইচ্ছা পূরণ না হলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। যৌক্তিক সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, এটাই প্রত্যাশা দেশবাসীর। এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় শুরু করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।
আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ার সময় এখনই। শুধু আবেগ দিয়ে দেশ গড়া যাবে না, সরকারকে নির্বাচন দিতেই হবে।