সংবাদ শিরোনাম ::
দেশের সব থানার কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
সারা দেশের সব থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এরমধ্যে মেট্রোপলিটনের ১১০টি থানা। এছাড়া জেলার ৫২৯টি থানা রয়েছে। রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
চলতি বছরের ১ জুলাই থেকে সারা দেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হয় ৬ জন। ৫ আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর বাইরে ৬ আগস্ট পর্যন্ত আরও ১০৩ জনসহ মোট ৫৪২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ৭ আগস্টও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় আরও ২৬ জনের মরদেহ। যা নিয়ে আগস্টের ৭ তারিখ পর্যন্ত আন্দোলনে মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৬৮ জনে।