দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিক আপের ধাক্কা, দুই হেলপার নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মুরগি বুঝাই পিকআপ ভ্যানের ধাক্কায়দুই হেলপার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পিক আপের চালক। শুক্রবার (৩ মে) ভোর ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনায় নিহতরা হলো- শামীম (১৮) ও মো. আব্দুল সামাদের ছেলে আবুল কাসেম (২১)।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, শুক্রবার (৩ মে) ভোরে কালিয়াকৈর থানার পল্লীবিদ্যুৎ দেওয়ান সিএনজি পাম্প সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলগামী লেনে মুরগী বোঝাই পিকআপ একইগামী পার্কিং করে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে দ্রুত গতিতে স্বজোরে ধাক্কা দেয়। এতে মুরগী বোঝাই পিকআপে থাকা চালক সহ দুই জন হেলপার গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।