থমথমে বান্দরবান, আতঙ্কে এলাকা ছাড়ছেন অনেকে
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
ব্যাংকে হামলা, লুটপাট, অপহরণ ও গোলাগুলির ঘটনার পর বান্দরবানের থানচিতে পরিস্থিতি থমথমে। বন্ধ রয়েছে থানচি বাজারের বেশির ভাগ দোকানপাট। আতঙ্কে এলাকা ছেড়ে যাচ্ছেন অনেক নারী ও শিশু।
প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না কেউ। বন্ধ রয়েছে বাজারের অধিকাংশ দোকানপাট। শুক্রবার (৫ এপ্রিল) সোনালী ব্যাংকের ব্যবস্থাপক নেজাম উদ্দিনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। র্যাব বলছে, সিসিটিভি ফুটেজ দেখে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান।
এদিকে, থানচির পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে থানচি-আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে দেয় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। চালায় তাণ্ডব। এসব ঘটনায় রুমা ও থানচি থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।
বান্দরবানের সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী বলেন, নিরাপত্তা বাড়ানো হয়েছে। তিন থানায় তদারকির জন্য একজন করে এএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। থানচিতে অতিরিক্ত আরও ১০০ পুলিশ সদস্য যোগ দিচ্ছে।