সংবাদ শিরোনাম ::
তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪০ ডিগ্রি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
আবারও তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলাটিতে। শুক্রবার (২৪ মে) বেলা ৩টায় তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস । একই সময় বাতাসের আদ্রতা ছিলো ৪২ শতাংশ।
কয়েকদিন তাপমাত্রা সহনীয় খাকলেও আবার উষ্ণ হচ্ছে প্রকৃতি। রোদের প্রখর তাপের কারণে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। তবে শ্রমজীবী মানুষ তীব্র রোদের মধ্যে বেরিয়েও হা-হুতাশ করছে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান এ বিষয়ে বলেন, চলতি মাসে তৃতীয় দফায় তাপপ্রবাহের কবলে পড়লো চুয়াডাঙ্গা। এই মাসের শুরুতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই ছিলো। এরপর বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মেলে। দু’দিন থেকে আবারো বেড়েছে তাপমাত্রা।