তানোর দলিল লেখক সমিতির সভাপতি ফাইজুল, সম্পাদক রাব্বানী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে তানোর সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফাইজুল ইসলামকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এ সময় দলিল লেখক সোহেল রানাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সম্মেলনে বক্তব্য রাখেন, নির্বাচিত সভাপতি দলিল লেখক ফাইজুল ইসলাম, ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এরআগে রাব্বানীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দেন, সহসভাপতি খাইরুল ইসলাম, ফয়েজ উদ্দিন, আরশাদ আলী, ওবাইদুর রহমান দুলাল ও রায়হান রায়হান আলী।
এ সময় উপস্থিত ছিলেন-দলিল লেখক শংকর বিশ্বাস, আশরাফুল আলম ভুলু, উত্তম কুমার, পলাশ গুহ, নইমুদ্দিন মন্ডল, মাহাফুজুর রহমান লেলিন, দেলোয়ার হোসেন, মাকসুদুজ্জামান টুটুল, হাবিব সরকার, মনিরুজ্জামান মনি, আব্দুস সবুর, আলিফ হোসেন, সাইদ সাজু, ইমরান হোসাইন, সেলিম রেজা, সারোয়ার হোসেন, আনোয়ার পারভেজ বাবু ও রবিউল ইসলাম প্রমুখ।