ট্রেজারার পদে পুন:নিয়োগ পেলেন ফাহিমা খাতুন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৩৩ বার পড়া হয়েছে
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া-এর ট্রেজারার পদে আগামী ৪ বছরের জন্য পুনরায় নিয়োগ পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন।
বুধবার (২০ মার্চ) তিনি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী এই নিয়োগ পেলেন।
প্রফেসর ফাহিমা খাতুন কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সরকারের শিক্ষানীতিসহ শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
উল্লেখ্য যে ৪ মার্চ ২০১৯ সালে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া অনুমোদন লাভ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে।