ট্রাম্পকে হত্যার উদ্দেশ্য ছিলো, জানালো এফবিআই
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যে ব্যক্তি গুলি ছুড়েছিলো, তার পরিচয় প্রকাশ করল এফবিআই। পেনসিলভেনিয়া স্টেটের ভোটার রেকর্ড বলছে, ওই আততায়ী রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের নিজের দলেরই।
এফবিআইয়ের তরফে জানানো হয়, হামলাকে ‘হত্যার চেষ্টা’ হিসাবেই দেখছে তারা। সাবেক প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট প্রার্থী যেখানে উপস্থিত, সেই সভাস্থলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এফবিআই সূত্রে জানা গেছে, হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুক। তার বয়স ২০ বছর। পুলিশ এবং রক্ষীদের গুলিতে মারা গেছে হামলাকারী। তার ছোড়া গুলিতে এক সমর্থকের মৃত্যু হয়েছে।
এফবিআই আরও জানিয়েছে, পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক। ট্রাম্পের যেখানে মঞ্চ ছিলো, তার থেকে ১১৯ মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলো সে। সাথে সাথেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যরা। তারা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। এত তার মৃত্যু হয়। ভিডিওতে দেখা গেছে, এর পরেই ট্রাম্পকে ঘিরে ধরেন রক্ষীরা। তারপর তাকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ঘটনার তদন্তে করছে স্থানীয় পুলিশ, এফবিআই। সাংবাদিক বৈঠক করে এফবিআইয়ের আধিকারিকেরা জানিয়েছেন, হত্যার চেষ্টা হিসাবেই এই ঘটনাকে দেখা হচ্ছে। আর সেই অনুযায়ী তদন্ত চলবে।
লেফটেন্যান্ট কর্নেল জর্জ বেভিনস বলেন,এখনই কিছু বলা যাচ্ছে না। একজন বন্দুকবাজকে শনাক্ত করা হয়েছে। তদন্ত চলছে। বিভিন্ন সূত্র ধরে আমরা খোঁজার চেষ্টা করছি, সেখানে একজনই বন্দুকবাজ ছিল কি না।
অন্যদিকে, ট্রাম্পের সহকারীরা জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এ ঘটনার পর ট্রাম্পের সন্তানদের দাবি, আমেরিকার এমনই একজন ‘লড়াকু’ প্রেসিডেন্টের প্রয়োজন।
ভিডিয়োতে দেখা যায়, কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার পর কান ধরে ভরা সভায় বসে পড়েন ট্রাম্প। সাথে সাথে তার কাছে ছুটে যান রক্ষীরা।
এরপর দেখা ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের ডান কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার গালেও রক্ত লেগে রয়েছে। এ ঘটনার পর এক্স হ্যান্ডলে ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প লেখেন, এ যোদ্ধাকেই প্রয়োজন আমেরিকার।