টেস্টে ইতিহাস গড়লেন কামিন্দু মেন্ডিস
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
টেস্ট ক্রিকেটে ১৪৭ বছরের ইতিহাস। এই প্রথমবার ৭ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে একমাত্র ব্যাটার হিসাবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন কামিন্দু মেন্ডিস। রবিবার (২৪ মার্চ) শ্রীলঙ্কা -বাংলাদেশ ম্যাচে এই নজির গড়লেন অলরাউন্ডার।
দুই টেস্টের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে শ্রীলঙ্কা।সিলেটে শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। ব্যাট করতে নেমে মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল লঙ্কানরা। ঠিক তখন উদ্ধারকর্তা হয়ে ওঠেন ধনঞ্জয় ডি সিলভা। ১০২ রান করেন তিনি। ৭ নম্বরে ব্যাট করতে নেমে ১০২ রানের দুরন্ত ইনিংস খেলেন কামিন্দুও।
দ্বিতীয় ইনিংসেও আবারও ব্যাটিং বিপর্যয়ের শিকার শ্রীলঙ্কা। ত্রাতার ভূমিকায় ধনঞ্জয়-কামিন্দু জুটি।দুজনে মিলে সেঞ্চুরি করে দলকে পোঁছে দেন জয়ের দোরগোড়ায়। ধনঞ্জয়ের ১০৮ রানে শেষ হয়। এরপর আট নম্বরে নেমে ১৬৪ রান করেন কামিন্দু।
সেঞ্চুরি হাঁকানোর সাথে সাথে অনন্য নজির গড়লেন শ্রীলঙ্কার অলরাউন্ডার।