‘টিভি চ্যানেলের বেআইনি ফিড দিলে আইনী ব্যবস্থা’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সরকার অনুমোদিত দেশি ও বিদেশি টেলিভিশন চ্যানেলের ফিড কেবলমাত্র বৈধ ক্যাবল ও ডিটিএইচ অপারেটররা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার অনুমোদিত টিভি চ্যানেলের ফিড কেবলমাত্র বৈধ অপারেটররা গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে। এর বাইরে কেউ করলে তা বেআইনি। এই বেআইনি কাজ বন্ধে সরকার ব্যবস্থা নেবে। এর ফলে সরকার রাজস্ব হারায় এবং বিদেশে পাচার হয় অর্থ। একই সঙ্গেদেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে যে ক্লিনফিডের ব্যবস্থা করা হয়েছে, তা বাস্তবায়নে ব্যাহত হচ্ছে। দেশের জনগণের স্বার্থে এই আইন বাস্তবায়ন করা হবে। যারা অবৈধভাবে চ্যানেলগুলো দেখাচ্ছে, ক্লিনফিডের ব্যবস্থা না করে ইচ্ছেমতো বিজ্ঞাপনসহ চ্যানেল দেখাচ্ছে, কেবল তাদের কারণে সরকার ও জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।