সংবাদ শিরোনাম ::
জিম্মি নাবিকরা জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন
চট্টগ্রাম ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকরা জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন। বুধবার (১০ এপ্রিল) সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হয়। জাহাজের মালিক পক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
নামাজের পরে জিম্মি নাবিকরা কোলাকুলি করেন এবং এক অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সাথেও কথা বলেন এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
তবে জলদস্যুরা জিম্মি বাংলাদেশি নাবিকদের সাথে খারাপ আচরণ করেননি। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তারা তাদের পরিবারকে জানান।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মার্চ ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়ায় নেয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সাথে যোগাযোগ করে।