‘জনগণ থেকে কেউ আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না’
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমার শক্তি হচ্ছে-জনগণ। তাদের শক্তি নিয়েই আমি চলি। জনগণের মধ্যে একটি আস্থা সৃষ্টি হয়েছে যে, আমি তাদের জন্য কাজ করি। কাজেই জনগণ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবেন না।
তিনি লেন, যতক্ষণ দেশবাসী আমার পাশে আছে ততক্ষণ আমি কাইকে পরোয়া করি না। বৃহস্পতিবার (৯ মে) দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপণী ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, যে কাজ আমরা করেছি তার সুফল দেশবাসী পাচ্ছে। কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে (চেষ্টা) করা হয়, হ্যাঁ তাতে কি করতে পারেন। যতই চেষ্টা করুন জনগণের কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবেন না।
সরকার প্রধান বলেন, আমাকেও বার বার হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি বেঁচে গেছি আমার জনগণ এবং দলের নেতাকর্মীরা সব সময় আমাকে ঘিরে রেখেছে। নিজেরা জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। আমি এখন জনগণের জন্যই কাজ করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে তার সরকার যে কাজ করেছে, অন্যরা ২৯ বছরেও সেই কাজ করতে পারেনি। আর পারবেনও। এর না কারণ প্রকল্প দিয়েইতো আগে টাকা খাওয়া। আর আমরা প্রকল্প শেষ করেই ছাড়ি।