‘ছোটবেলায় বাবাকে কাছে পাইনি, পালিয়ে ছিলেন’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবা হত্যার বিচার চেয়েছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থ প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই, তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।
ডরিন আরও বলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে শুনেই আমি ডিবি প্রধানের কাছে এসেছি। তারা এরমধ্যে তিনজনকে ধরেছে। মামলা করবো। ডিএমপি কমিশনার, ডিবি প্রধান ও প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। সবাই আমাকে আশ্বস্ত করেছেন। ডিবিও আন্তরিকতার সাথে বিষয়টি দেখছেন।
ডরিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, যার বাবা নেই, পৃথিবীতে তার কেউ থাকে না। বাবার নিয়ে অনেক স্বপ্ন ছিলো। ছোটবেলায় অনেক মিথ্যা মামলায় বাবা পালিয়ে ছিলেন। তখনো বাবাকে কাছে পাইনি। একটু কাছে পেতেই চিরতরে বাবাকে হারিয়ে ফেললাম। আমাকে যারা এতিম করলো, তাদের আমি দেখতে চাই।
ডরিন বলেন, আমার অনুরোধ আপনার আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার করুন। আপনারা কেউ আমার বড় ভাই, কেউ বাবার মতো। আমাকে আপনারা সহযোগিতা করবেন।