চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র্যালির শুভসূচনা করা হয়।
র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (পদানতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক মনুয়ারা খাতুন প্রমুখ। অন্ষ্ঠুানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা দপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতার।