গোদাগাড়ীতে আন্তর্তাজাতিক নারী দিবস পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সিসিবিভিও-রাজশাহী আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ীর কাকনহাটে “নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে আন্তর্তাজাতিক নারী দিবস-২০২৪ উদযাপিত হয়।
এতে রক্ষাগোলা সংগঠনের প্রায় ১২০ জন নেতা-নেত্রী ও সদস্যরা অংশগ্রহণ করেন। আজ শুক্রবার দিবসটি উপলক্ষ্যে সকাল ৯.৩০মিনিটে কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয় হতে র্যালিটি কাকনহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে চৌরাস্তায় মানববন্ধন ও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গোলাই রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নারী উন্নয়ন কমিটির সদস্য লালমনি পাহাড়িয়া, গড়ডাইং রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নারী উন্নয়ন কমিটির সদস্য কাথারিনা হাঁসদা, সিসিবিভিও’র সমন্বয়কারী মো: আরিফ, সিনিয়র হিসাবরক্ষক এএইচএম তারিক, উর্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, রিপোর্টিং এন্ড ডকোমেন্টেশন অফিসার প্রদীপ মার্ডী। এছাড়াও উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা পৌল টুডু, প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীসহ সংস্থার সকল সংগঠকরা।