গাইবান্ধা হাসপাতালে ওষুধ সরবরাহসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করাসহ ৭ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে হাসপাতাল তত্ত্বাবধায়কের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জয়নুল মিয়া, মাসুদ রানা, জোটের জেলা সমন্বয়ক সেলিম হাসান, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জৈয়িতা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস,ছাত্রফ্রন্টের কলেজ শাখা সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়াসহ আরও অনেকে।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো- হাসপাতালে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত, হাসপাতালে পর্যাপ্ত ঔষধ সরবরাহ, ঔষধ বাণিজ্য বন্ধ, পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত, হাসপাতালে খাবারের মান উন্নত, নিয়মিত অপারেশন থিয়েটার চালু, ইসিজিসহ সকল পরীক্ষা সচল রাখা ও সিন্ডিকেট দালাল মুক্ত হাসপাতাল চাই।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার সর্বোচ্চ চিকিৎসালয় গাইবান্ধা জেনারেল হাসপাতাল। এখানে প্রায় ২৯ লক্ষ লোকের বাস। বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। এতগুলো মানুষের বিপরীতে মাত্র ২৫০ শয্যার হাসপাতাল, ডাক্তার ১৬ জন#